Programming Tutorial , Android, Xml ,Java ,Php ,Mysql ,Html,CSS ,Ios,JavaScript & Networking, Internet,PC help Line & More... Free Video or Audio Download. For This Site Any Kinds Of Help You Can Also Contract: www.facebook/sattarcse or Email: sattar.mbstu@gmail.com, Skypee:sattar_cse , twitter:sattar_cse

Thursday, November 21, 2013

PSC-13
JSC
JSC -13
জেএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৩
ইসলাম ও নৈতিক শিক্ষা
সময় ২ ঘণ্টা ২০ মিনিট মান-৬০
দ্রষ্টব্য : ডান পাশের
সংখ্যা প্রশ্নের পূর্ণমান
জ্ঞাপক। প্রদত্ত
উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়
এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ
উত্তর দাও।
প্রত্যেক অংশ
থেকে কমপক্ষে দুটি করে মোট
ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ক- অংশ
১. রাশেদ সাহেব একজন
সরকারি কর্মচারী।
তিনি অর্থ-সম্পদ উপার্জনের
ক্ষেত্রে বৈধ-অবৈধ
কোনো তোয়াক্কাই করেন না।
তিনি মনে করেন
উপার্জিত সম্পদের কোনো হিসাব
দিতে হবে না। অথচ
হিসাব
ছাড়া আখিরাতে মুক্তি পাওয়ার
কোনো উপায়
নেই।
ক. কিয়ামতের দিন শাফায়াত
সাধারণত
কয়টি কারণে করা হবে? ১
খ. কিয়ামত বলতে কী বোঝায়? ২
গ. রাশেদ সাহেবের কর্মকাণ্ড
ঈমানের কোন মূল
বিষয়ের পরিপন্থী? ব্যাখ্যা কর।

ঘ. ইসলামের দৃষ্টিতে রাশেদ
সাহেবের কর্মকাণ্ডের
পরিণাম বিশ্লেষণ কর। ৪
২. মনসুর সাহেব ও ইকবাল সাহেব
একই
অফিসে চাকরি করেন। ইকবাল
সাহেব একজন
ধর্মপরায়ণ ব্যক্তি। অফিসে সবার
সঙ্গেই
ভদ্রভাবে কথা বলেন। একদিন মুনসুর
সাহেব তার
অধীনস্থ কর্মচারী রাশেদকে এক
গ্লাস পানি ও ফাইল
আনতে বলেন। রাশেদ
আনতে দেরি করায় মনসুর সাহেব
তার সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার
করেন।
বিষয়টি অফিসের ঊর্ধ্বতন
কর্মকর্তা জানতে পেরে বলেন,
মুমিন ব্যক্তির আচরণ
এরূপ হতে পারে না।
ক. জাহান্নামের বাংলা প্রতিশব্দ
কী? ১
খ. আল্লাহ কেন জান্নাত
তৈরি করেছেন? ২
গ. মনসুর সাহেবের আচরণটি কিসের
পরিপন্থী?
ব্যাখ্যা কর। ৩
ঘ. অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার
উক্তিটি কি যথার্থ? তোমার
উত্তরের
স্বপক্ষে যুক্তি দাও। ৪
৩. জাফর সাহেব হজ করাকে শুধু
অর্থের অপচয়
মনে করেন। তার বন্ধু আলম সাহেব
বললেন, ‘হজ
ধনী মুসলমানদের জন্য ফরজ’।
এটা বিশ্ব মুসলিমের
মহাসম্মেলন।
প্রসঙ্গক্রমে তিনি আরও বললেন,
মহানবী (সা.) বলেছেন,
‘পানি যেমন ময়লা-
আবর্জনা ধুয়ে পরিষ্কার করে দেয়,
হজও
তেমনি মানুষের মনের
ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়।’
ক. জিলহজ মাসের কত তারিখ
আরাফার দিবস? ১
খ. ‘হজ বিশ্ব মুসলিমের
মহাসম্মেলন’ বুঝিয়ে দাও। ২
গ. জাফর সাহেবের
দৃষ্টিভঙ্গি ইসলামের
দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত হাদিসটির
আলোকে হজের
ধর্মীয় গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৪. রাসেলের বাবা তার ছোট ভাই
রাজিবের কল্যাণ
কামনা করে দুটি ছাগল আল্লাহর
নামে জবেহ করেন।
ওইদিনই এ
উপলক্ষে মসজিদে ইমামসহ অন্য
লোকজনকে দাওয়াত
করে খাওয়ালেন।
প্রসঙ্গক্রমে ইমাম সাহেব
কোরবানি সম্পর্কে বললেন,
পবিত্র কোরআনে মহান আল্লাহ
বলেন, ‘কখনও
আল্লাহর নিকট পৌঁছায় না এগুলোর
গোশত এবং রক্ত
বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।’
ক. হজের ওয়াজিব কয়টি? ১
খ. কোরবানি বলতে কী বোঝায়? ২
গ. রাসেলের বাবা কোন ধরনের
ধর্মীয় অনুষ্ঠান পালন
করেছিল? তার পটভূমি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে মহান আল্লাহর
উক্তিটির তাৎপর্য
বিশ্লেষণ কর। ৪
খ-অংশ
৫. ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক
মাজিদুল ইসলাম
বললেন, হজরত মুসা (আ.) নিজের
অনুসারীদের
নিয়ে মিসর ছেড়ে চলে যাচ্ছিলেন।
ফিরআউন
সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু
ছুটল। নীলনদের
তীরে এসে হজরত মুসা (আ.) আল্লাহর
নির্দেশে লাঠি দ্বারা নদীতে আঘাত
করলেন। নদীর
পানিতে রাস্তা তৈরি হল। হজরত
মুসা (আ.) ও তার
অনুসারীরা নিরাপদে নদী অতিক্রম
করলেন। অহংকারী ও
খোদায়ী দাবিদার ফিরআউন ও তার
সৈন্যবাহিনী নদীর
মাঝখানে পৌঁছলে রাস্তা নদীর
পানিতে মিশে গেল।
ফলে ফিরআউন ও তার দলবলসহ
পানিতে ডুবে মরল।
জামি এ
আলোচনা শুনে প্রতিজ্ঞা করল
সে কখনও
অহংকার করবে না।
ক. সূরা আলফিল কোথায় অবতীর্ণ
হয়? ১
খ. সূরা আল ফিলের নামকরণ আল ফিল
রাখা হল কেন?

গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার
সঙ্গে সূরা আল
ফিলের কোন বিষয়ের সাদৃশ্য
রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. জামির প্রতিজ্ঞা সূরা আল
ফিলের শিক্ষার
আলোকে বিশ্লেষণ কর। ৪
৬. মহানবী (সা.)-এর বংশধরের
ওপর কাবাগৃহের
রক্ষণাবেক্ষণ ও সেবার দায়িত্ব
ছিল। এজন্য
আল্লাহতায়ালা মক্কার কুরাইশদের
নানা সুবিধা প্রদান
করেন। সুতরাং তাদের কর্তব্য হল
এসব নিয়ামতের
শুকরিয়া আদায় করা। এসব স্মরণ
করিয়ে মহান আল্লাহ
একটি সূরা অবতীর্ণ করেন। এ
সূরা আমাদের
শিক্ষা দেয় আমরা যেন স্রষ্টার
প্রতি কৃতজ্ঞ থাকি।
ক. আয়াতুল কুরসি কোন সূরার কততম
আয়াত? ১
খ. কুরসি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের কোন সূরা নাজিলের
কথা বলা হয়েছে?
ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘উক্ত সূরার শিক্ষা আমাদের
স্রষ্টার
প্রতি কৃতজ্ঞ হতে শেখায়’ কথাটির
তাৎপর্য বিশ্লেষণ
কর। ৪
৭. মারুফ একজন সমাজসেবক। কিন্তু
তার
আচরণে সর্বদা অহমিকা ও দম্ভ
প্রকাশ পায়। কথায়
কথায় মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য
করেন। তার বন্ধু ইমদাদ
বলেন, মানুষের
ভালোবাসা পেতে হলে তাদের
সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে।
ক. ঘৃণা শব্দের অর্থ কী? ১
খ.
আখলাকে জামিমা বলতে কী বোঝায়?

গ. মারুফের কাজটি শরিয়তের
আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. মারুফের এরূপ কাজের
পরিণতি বিশ্লেষণ কর। ৪
৮. আনিছ সাহেব চাঁদপুরের একজন
বিশিষ্ট
শিক্ষানুরাগী ও সমাজ সেবক।
তিনি একটি বেসরকারি ব্যাংকের
পরিচালক। ওই
ব্যাংকটিতে নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আনিছ
সাহেবের বন্ধু সজিব সাহেবের
স্ত্রী অফিসার
পদে আবেদন করেন। পরে আনিছ
সাহেবের
অনুরোধক্রমে সজিব সাহেবের
স্ত্রী ওই পদে নিয়োগ
লাভ করলে সজিব সাহেব সস্ত্রীক
আনিছ সাহেবের
বাসায় হাজির
হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন
এবং একটি স্বর্ণের হরিণ সদৃশ শো-
পিস উপহার
হিসেবে প্রদান করেন। একদা আনিছ
সাহেবের বড়
মেয়ের
বান্ধবী জামিলা বেড়াতে এসে না বলে ওই
শো-
পিসটি নিয়ে যায়।
ক. মানব সৃষ্টির পর কিসের
কারণে সর্বপ্রথম পাপ
সংঘটিত হয়? ১
খ. পরশ্রীকাতরতার
একটি সামাজিক কুফল
ব্যাখ্যা কর? ২
গ. আনিছ সাহেবের দ্বিতীয়
কাজটি আখলাকে যামিমার
কোন কাজের অন্তর্র্ভুক্ত
পাঠ্যবইয়ের
আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. জামিমার কাজটির পরিণাম
বিশ্লেষণ কর। ৪
৯. মাহমুদার শরীর খুব অসুস্থ।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মা তাকে বললেন,
তুমি আল্লাহর কাছে দোয়া কর
যাতে তোমাকে তিনি সুস্থ
করে দেন। মাহমুদা বলল,
আল্লাহ তো আমাকে দেখছেন।
তিনি যদি চান
তাহলে তিনি আমাকে সুস্থ করবেন।
আল্লাহর ইচ্ছার
প্রতি আমি অসন্তুষ্টি দেখাব না।
মাহমুদা এমনিভাবে আল্লাহর ওপর
ভরসার
কারণে কারও মুখাপেক্ষী হয় না।
জীবনে তার অনেক
দুঃখ সইতে হয়েছে। কিন্তু সে ধৈর্য
ধরেছে আর
আল্লাহর ওপর ভরসা করেছে।
ক . হজরত আয়েশা (রা.) কত
খ্রিস্টাব্দে জন্মগ্রহণ
করেন? ১
খ. রাবেয়া বসরি ক্রীতদাস
হয়েছিলেন কেন? ২
গ. মাহমুদার আচরণের
সঙ্গে পাঠ্যবইয়ের কোন
মহীয়ষী নারীর মিল
খুঁজে পাওয়া যায়? ওই নারীর
আধ্যাত্মিকতা ব্যাখ্যা কর। ৩
ঘ. মাহমুদার চরিত্রের
সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আল্লাহর
ওপর নির্ভরশীলতা বিশ্লেষণ কর।
for details: http://sonertoriblogs.blogspot.com/

For Details : http://sonertoriblogs.blogspot.com/

No comments:

Post a Comment

বার্তা থেকে মন্তব্য